![]() |

পটুয়াখালী প্রতিনিধি: জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের উদ্যোগে পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন সুরাইয়া ভবনে ঈদের চতুর্থ দিন ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন (মঙ্গলবার) দুপুরে পিজি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল আজম রঞ্জু এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারতের চারপাশে প্রতিবেশী ছয়টি দেশ রয়েছে। একসময় প্রত্যেকের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তবে নরেন্দ্র মোদী সরকার গঠনের পর প্রত্যেকের সঙ্গেই তাদের খারাপ সম্পর্ক।
বিএনপি'র পক্ষ থেকে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু বর্তমান সরকার আগামী এপ্রিলের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। যথাসময়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে।
জেলা যুবদল নেতা এ্যড. মোঃ সুজন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ মহসিন, এ্যড. মোজাম্মেল হোসেন তপন, সাবেক ছাত্রনেতা মোঃ হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি, সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী, জেলা মহিলা দল নেত্রী জেসমিন জাফর প্রমূখ। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন ইউনিটে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| পটুয়াখালীতে জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/513500/ |