সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

Posted on June 12, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত রোজিনা খাতুন (২৪) সলঙ্গা থানার এরান্দহ গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী মোতালেব হোসেন। বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে রোজিনা ও মোতালেবের বিয়ে হয়। তবে মোতালেবের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। ছয় দিন আগে তিনি ফেনী থেকে রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাশের ঘরে থাকা রোজিনার ভাতিজা বায়জিদ শিশুর কান্নার শব্দ শুনে জানালা দিয়ে উঁকি মারেন। তখন তিনি রক্তাক্ত অবস্থায় বিছানায় রোজিনার মরদেহ এবং পাশে কাতরানো মোতালেবকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা খুলে ওই দৃশ্য দেখেন।

রক্তাক্ত অবস্থায় মোতালেবকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।