তরুণীকে উত্ত্যক্ত করায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী

Posted on June 12, 2025

মনির হোসেন, বেনাপোল: যশোর ঝিকরগাছা উপজেলায় তরুণীকে উত্যক্ত করায় গদখালীর টাওরা এলাকা থেকে চাইনিজ কুড়ালসহ পাঁচ তরুণকে আটক করেছে সেনাসদস্যরা। ১১ জুন বিকেলে তাদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে যান। এসময় টাওরা গ্রামের মোড়ে পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করে। সে সময় একজন পথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত তারা ঘটনাস্থল পৌঁছায় এবং সেখান থেকে গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের নাঈম হোসেন (২১), মেহেদী মোড়ল (২০),শাওন হোসেন (২৫),মেহেদী হাসান আশিক (২২) ও বোধখানা গ্রামের ওয়ালিদকে (২০) আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করেন।

পরে সেনাসদস্যরা ঝিকরগাছা থানায় খবর দেন। পুলিশ পাঁচ তরুণকে একটি চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়। ওসি নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।