![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ব্রিজঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দ্বারিয়াপুর লোদীপাড়ার মৃত হেলাল আকন্দের ছেলে সারদুল আকন্দ রত্ন (১৯) এবং রুপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে আব্দুস সালাম (৪৩)। তারা উভয়েই শাহজাদপুর থানাধীন এলাকার বাসিন্দা।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, ৮ জুন ঈদের ছুটিতে এক প্রবাসী দর্শনার্থীর সঙ্গে পার্কিং ফি নিয়ে বাকবিতণ্ডার জেরে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে ১০ জুন স্থানীয়রা কাছারিবাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুর: গ্রেপ্তার ২ https://corporatesangbad.com/513458/ |