![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার আগমনে ঘরমুখো মানুষের ঢলে যমুনা সেতু দিয়ে মাত্র ছয় দিনে পারাপার হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে রেকর্ড ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, ১ জুন থেকে ৬ জুন রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে। এর মধ্যে ৫ জুন সবচেয়ে বেশি ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়, যা সেতু চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ যান চলাচলের রেকর্ড। এদিন টোল আদায় হয় সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।
দিনভিত্তিক যানবাহন ও টোল আদায়ের চিত্র:
১ জুন(রবিবার) : ২৭,১৭৩টি যানবাহন, টোল ২ কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা
২ জুন (সোমবার): ৩০,১৬৭টি যানবাহন, টোল ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫০ টাকা
৩ জুন (মঙ্গলবার): ৩৩,৫৬৪টি যানবাহন, টোল ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা
৪ জুন: (বুধবার) ৫১,৮৪৯টি যানবাহন, টোল ৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ১ হাজার টাকা
৫ জুন:(বৃহস্পতিবার) ৬৪,২৮৩টি যানবাহন, টোল ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা
৬ জুন: (শুক্রবার) ৪৮,১৮৪টি যানবাহন, টোল ৩ কোটি ৪৩ লাখ ২০ হাজার ৭৫০ টাকা
সেতুতে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয়মুখী গাড়ির চাপ ছিল সমানতালে। বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে মোটরসাইকেলসহ ছোট ও মাঝারি গাড়ির সংখ্যা ছিল উল্লেখযোগ্য।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “অতিরিক্ত যানবাহনের চাপে ও কিছু যানবাহনের যান্ত্রিক ত্রুটিতে টোল আদায়ে বিঘ্ন ঘটে। এতে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখতে হয় এবং যানজট তৈরি হয়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঈদযাত্রায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সেতুর উভয় পাশে ৯টি করে টোল বুথ এবং মোটরসাইকেলের জন্য পৃথক ২টি করে বুথ চালু রাখা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ঈদযাত্রায় যমুনা সেতুতে রেকর্ড! ছয় দিনে টোল আদায় ১৯ কোটির বেশি https://corporatesangbad.com/513368/ |