জেসমিন অ্যান্ড এসোসিয়েটসের আয়োজনে “ অ্যানুয়াল রিটার্ন ফাইলিং“ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

Posted on May 31, 2025

বিশেষ প্রতিবেদক: জেসমিস এন্ড এ্যাসোসিয়েটসের উদ্যোগে অনুষ্ঠিত কোম্পানি আইন এবং আরজেএসসিতে (যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর) অ্যনুয়াল রিটার্নের শীর্ষক প্রশিক্ষণ ও কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) রাজধানির বিজয় নগরে “হোটেল অরনেটে” সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়ে মাগরিবের নামাজের পর পর শেষ হয়।

সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন- নন্দ গোপাল চক্রবর্তী, এফসিএ, এফসিএস (পার্টনার সাধন দাশ অ্যান্ড কোং, চার্টার্ড এ্যাকাউনট্যান্টস)।

উক্ত সেমিনারে হোস্ট হিসেবে উপস্থিত ছিলেন- জেসমিন আক্তার, এফসিএস (ম্যানেজিং পার্টনার জেসমিন অ্যান্ড এ্যাসোসিয়েটস, চার্টার্ড সেক্রেটারিজ)।

এতে স্পিকার অ্যান্ড ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন- মো: মিজানুর রহমান, এফসিএস (সিনিয়র এ্যাসোসিয়েট অ্যান্ড পার্টনার জেসমিন অ্যান্ড এ্যাসোসিয়েটস, চার্টার্ড সেক্রেটারিজ।

এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- মি. হারুন অর রশিদ (ডেপুটি রেজিস্টার, আরজেএসসি)। উক্ত সেমিনারে কোম্পানিসহ বিভিন্ন সেক্টরের কর্পোরেট ডেলিগেটগণ অংশগ্রহণ করেছন।

কর্মশালাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আইটিপি, হাই কোর্টের আইনজীবী, চার্টার্ড একাউন্ট্যান্টস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস ও চার্টার্ড সেক্রেটারিজ ফার্মের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মো: মিজানুর রহমান, এফসিএস প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যনুয়াল রিটার্ন ফাইলিং এর পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করেন, আরজেএসসির (যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর) বিধিবিধান সম্পর্কে ধারণা দেন এবং প্র্যাক্টিকালি অ্যনুয়াল রিটার্ন ফাইলিং প্রক্রিয়া তুলে ধরেন।

সেশন চেয়ারম্যান গেস্ট অব অনার ও উপস্থিত অংশগ্রহনকারীগণ তাঁদের বক্তব্যে জেসমিন অ্যান্ড এ্যাসোসিয়েটসের এরূপ উদ্যোগের প্রশংসা করেন এবং মত প্রকাশ করেন যে অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়টি বিদ্যমান কোম্পানিসমূহে কর্মরত কর্মকর্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেমিনারে প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত সুন্দর ও সাবলিলভাবে বিশ্লেষণ ও পর্যালোচনাক্রমে শিক্ষার্থী সন্তষ্টির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি ও গেস্ট অব অনার তাঁদের বক্তব্যে দারুন ভাবে শিক্ষার্থীদের প্রশ্নেত্তর পর্ব খুবই প্রসঙ্গিক ও সাবলিল ভাবে শেষ করেন এবং সেমিনারে অংশ গ্রহণকারী সকলকে অ্যানুয়াল রিটার্ন ফাইলিংয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রদান করেন ও পেশাদারিত্বের সাথে আরজেএসসিতে কাজ করার আহ্বান জানান।

পুরো সেশনের চমক ছিলো আরজেএসসির ডেপুটি রেজিস্টার হারুনুর রশিদের প্রায় ১/১.৫ ঘন্টার প্রশ্নোত্তর পর্ব এবং সেই সাথে সেশন চেয়ার কর্তৃক প্রায় ১ ঘন্টার সুপার-ডুপার ক্লোসিং সেশন যা অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে ১০০ জন পার্টিসিপ্যান্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিপুল উৎসাহে ১৩০ জন পার্টিসিপ্যান্ট অংশ নেন। এবং অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা উপকৃত হয়ে তাদের বক্তব্যে প্রকাশ করেন, যেন ভবিষ্যতে এরকম আরো লার্নিং প্রোগ্রাম জেসমিন অ্যান্ড এসোসিয়েটস কর্তৃক আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজক জেসমিন অ্যান্ড এসোসিয়েটস পুরো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সফলবাবে সম্পন্ন করার জন্য রেজিস্ট্রেশন এর সাথে ওয়েলকাম স্ন্যাক্স দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর দুপুরে অংশগ্রহনকারীদের জন্য ডেলিসিয়াস লাঞ্চেরও ব্যবস্থা করেছে। লাঞ্চের পর নতুন সেশনের শুরুতেই পার্টিসিপ্যান্টদের স্বত:ফুর্ত রাখার জন্য টেবিলে টেবিলে চা পরিবেশনের ব্যবস্থা করেছে। সর্বশেষ ইভিনিং স্ন্যাক্স ও কফি দিয়ে পরে সার্টিফিকেট বিতরণ ও ফটোসেশনের মাধ্যমে সবাইকে দারুনভাবে এন্টারটেইন করার চেষ্টা করেছে।