নড়াইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু

Posted on June 5, 2025

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

মৃত দুই শিশু হল- পৌনে দুই বছর বয়সী রাহাদ শেখ ও রিহান শেখ। নিহত রাহাদ শেখ ওই গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। একই পরিবারের দুই শিশুর এ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা খাওয়া-দাওয়া শেষে বাড়ির উঠানে খেলছিলো রাহাদ ও রিহান। তাদের মা ও চাচি তখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পান পরিবারের একজন সদস্য।

দ্রুত পুকুর থেকে উদ্ধার করে দুই শিশুকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা ঘটনাটি তদন্ত করেছি এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকসহ সচেতন মহল অভিভাবকদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাড়ির পাশে পুকুর বা জলাশয় থাকলে নিরাপত্তা বেড়া বা প্রহরী ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।