![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ২৭৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৩৫ টাকা ৩০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.২৮ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৭.৩৪ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ১১ শতাংশ বেড়ে হয়েছে ৬৩ টাকা ৩০ পয়সা, এমএল ডাইংয়ের ৫ দশমিক ৮১ শতাংশ বেড়ে হয়েছে ৯ টাকা ১০ পয়সা, এইচ আর টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে হয়েছে ২৪ টাকা ৭০ পয়সা, শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের ৪ দশমিক ৮৩ শতাংশ বেড়ে হয়েছে ২১ টাকা ৭০ পয়সা, এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের ৪ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ৬৫ টাকা ৩০ পয়সা, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা ৫০ পয়সা এবং তৌফিকা ফুডন অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪ দশমিক ৬০ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ টাকা ৭০ পয়সা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দরবৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল https://corporatesangbad.com/513247/ |