হাটিকুমরুলে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে যুবকের মৃত্যু

Posted on June 4, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুলে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর বাসের চাকায় পিষ্ট হয়ে সৈকত আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদ উপলক্ষে স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বুধবার (৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত আহমেদ বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার হাজার বেগুনী পাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাটিকুমরুল এলাকায় পৌঁছালে যাত্রী নামা-নামি নিয়ে সৈকতের সঙ্গে চলন্ত বাস ‘এইস.কে পরিবহন’-এর সুপারভাইজারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুপারভাইজার ও হেলপার তাকে ধাক্কা দিলে সৈকত চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঈদযাত্রা পরিণত হয়েছে শোকযাত্রায়।