![]() |

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক মো: নুরুন নেওয়াজ কোম্পানির ৩০ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
তিনি গত ২০ মে, ২০২৫ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
এছাড়া পর্যবেক্ষণে দেখা যায়, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের মোট শেয়ারের পরিমান ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬। যার মধ্যে ৩১ মে, ২০২৫ পর্যন্ত উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৭.০১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৩.৭৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৭ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৯.১৫ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এনসিসি ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন https://corporatesangbad.com/513235/ |