![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬ টি কোম্পানির ৮ কোটি ২৬ লক্ষ ৮১ হাজার ৫৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২২৪ কোটি ৪৯ লাখ ৭২ হাজার ১৮১ টাকা।
ডিএসইব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৪.৩০ পয়েন্ট বেড়ে ৪৭০৯.০৯ ডিএস-৩০ মূল্য সূচক ১৬.১৫ পয়েন্ট বেড়ে ১৭৬২.৩৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১১.৫৮ পয়েন্ট বেড়ে ১০২৮.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৭ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, সী পার্ল বীচ রিসোর্ট, উত্তরা ব্যাংক, বীচ হ্যাচারী, মালেক স্পিনিং ওবিএটিবিসি।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-সোনারগাঁও টেক্সটাইল, এসআলম কোল্ড রোল্ড, তিতাস গ্যাস, সানলাইফ ইন্সুঃ, এমএল ডাইং, এইচ আর টেক্স, শাইন পুকুর সিরামিকস, এপেক্স ট্যানারী, মার্কেন্টাইল ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ও তৌফিকা ফুড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-নর্দার্ন জুট, পিএলএফএসএল, সাফকো স্পিনিং, জিআইবি, ফিনিক্স ইন্সুঃ, সোনার বাংলা ইন্সুঃ, পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড, বে-লিজিং ও ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন https://corporatesangbad.com/513229/ |