শার্শায় বাসের ধাক্কায় পথচারী নিহত

Posted on June 3, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী হবিবর রহমান হবি (৭০) উপজেলার টেংরা গ্ৰামের মৃত হোসেন মোড়লের ছেলে।

ঘটনাস্থলের পাশের বাড়ির গৃহবধু ও প্রতক্ষদর্শী বিউটি বেগম জানান, নাভারণ থেকে ছেড়ে আসা বাগআঁচড়া অভিমুখে একটি মাহেন্দ্রযোগে

সোমবার (২ জুন) দুপুর ২ টার সময় হবি কুচেমোড়া নামক স্থানে নেমে পথ পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। এসময় বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশের চায়ের দোকানদার জাকির হোসেন তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই ইউসুফ শেখ জানান, দুর্ঘটনার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর রক্ত পড়ে থাকা ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি।

পরে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দেখি নিহতের লাশ পড়ে আছে। তবে বাসটি দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।