![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোমিন মণ্ডলের ভাই জোবায়ের মণ্ডলকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২ জুন) সন্ধ্যায় গন্তব্যে যাত্রার আগেই তাকে বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, জোবায়ের মণ্ডলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং রোববার সন্ধ্যায় বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার পরিচয় শনাক্ত করে সঙ্গে সঙ্গে আটক করে।
পরবর্তীতে তাকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৩ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বিদেশে পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে আটক জোবায়ের মণ্ডল https://corporatesangbad.com/513024/ |