এক্সপ্রেস ইন্সুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on June 3, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ+‘ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।

৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১ জুন, ২০২৫ সালের প্রাসঙ্গিক ও গুনগত তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৩ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরের হয়েছিল ১.৫১ টাকা, ২০২২ সালে ছিল ১.৩৩ টাকা, ২০২১ সালে শেয়ার প্রতি আয় ছিল ১.৮৫ টাকা ও ২০২০ সালে ছিল ১.৬৪ টাকা।

কোম্পানিটির গত ৫ বছরে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ২০২৪ সালের সমাপ্ত বছরে হয়েছে ১৯.২৯ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে ছিল ১৮.৭৫ টাকা, ২০২২ সালে ছিল ১৭.৯৩ টাকা, ২০২১ সালে ছিল ১৭.০৯ টাকা ও ২০২০ সালে ছিল ১৯ টাকা।