অনলাইনে পণ্য বিক্রিতে ভ্যাট বাড়ছে ৩ গুণ

Posted on June 2, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইনে জিনিসপত্র বিক্রিতে ভ্যাটের হার বাড়ানো হয়েছে। ফলে দেশে ই-কমার্স খাতে বা অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার তিনগুণ বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড/কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সদস্যদের বিশেষ সভায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।