ইউনিয়ন ব্যাংকের সিলেট অঞ্চলের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Posted on June 2, 2025

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর সিলেট অঞ্চলের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাঃ হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন আম্বারখানা শাখার শাখা প্রধান হুমায়ুন কবির।

সভায় ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়।

গ্রাহকবৃন্দ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অতীতের ন্যয় ভবিষ্যতেও ইউনিয়ন ব্যাংকের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও সেবা গ্রহণের স্বতঃস্ফূর্ত অভিমত ব্যক্ত করেন।