![]() |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১০কোটি ৬৯ লক্ষ ৪৪ হাজার ৭৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৭৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৪৩৫টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২১.১২ পয়েন্ট বেড়ে ৪৬৮৯.৫২ ডিএস-৩০ মূল্য সূচক ৮.২১পয়েন্ট বেড়ে ১৭৫৫.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস)৫.৯৫ পয়েন্ট বেড়ে ১০২৩.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ব্র্যাক ব্যাংক,স্কয়ার ফার্মা, বীচ হ্যাচারী, ফাইন ফুডস, মালেক স্পিনিং, বিএসসি, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, তৌফিকা ফুড ও ওরিয়ন ইনফিউশন।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্মা এইড, ঢাকা ইন্সুরেন্স, দেশ গার্মেন্ট, এশিয়া প্যাসেফিক, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, এমএল ডায়িং, সাউথইস্ট ব্যাংক, অগ্রনী ইন্সুরেন্স, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক ও আইসিবি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ফার্স্ট ফাইন্যান্স, সাফকো স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, পিএলএফএসএল, সোনারগাঁও টেক্সটাইল, এসইএমএল এলইসি মি. ফা., আনলিমা ইয়ার্ন, সোনালি লাইফ ইন্সুরেন্স, এসআইবিএল ও বিপিপিএল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ২৭৫ কোটি টাকা https://corporatesangbad.com/512969/ |