![]() |

পুজিবাজার ডেস্ক: মূলধন ভিত্তি শক্তিশালী করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদ কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ইউসিবি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ সমপরিমাণ শেয়ার ইস্যু করবে। ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা। এর অর্ধেক অর্থাৎ ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকার নতুন শেয়ার কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করবে ইউসিবি।
অন্যদিকে, ব্যাংকটি দুটি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এছাড়া ইউসিবির পর্ষদ অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা যা ২০২৩ সালে ছিল ১.৫২ টাকা, ২০২২ সালে ছিল ২.৩৫ টাকা, ২০২১ সালে ছিল ১.৯২ টাকা ও ২০২০ সালে ছিল ২.৪২ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে হয়েছে ২৮.৩৭ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ২৮.১৬ টাকা, ২০২২ সালে ছিল ২৮.৫৭ টাকা, ২০২১ সালে ছিল ২৯.২৫ টাকা ও ২০২০ সালে ছিল ২৯.৩৫ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে ইউসিবি https://corporatesangbad.com/512967/ |