সাফকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে আরও আরাই মাস

Posted on June 2, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম গত বছরের ১২ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এটি আরো আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, দেশের বস্ত্রখাতের আর্থিক অবস্থায় বিদ্যমান অস্থিরতা এবং স্থানীয় বাজারে কাঁচামালের উচ্চ মূল্যের কারণে কোম্পানির ব্যবস্থাপনা আগামী ১৬ আগস্ট ২০২৫ পর্যন্ত উৎপাদন বন্ধের সময়কাল আরও আড়াই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ৪ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ঈদুল আজহার ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।