গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Posted on June 1, 2025

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে রোববার (১ জুন) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ব্যাংকের সার্কুলার ও গাইডলাইনের আলোকে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের পাশাপাশি গ্রাহকদের সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে প্রশিক্ষণার্থীদের উপদেশ দেন। একই সাথে সততা, নৈতিকতা এবং শরীয়াহর ভিত্তিতে দৈনন্দিন দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এ. এফ. সাব্বির আহমদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হুমায়ুন কবির বক্তব্য প্রদান করেন। মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩২ জন প্রবেশনারি অফিসার অংশগ্রহণ করেন।