লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

Posted on June 1, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা এবং উত্তরা ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

এছাড়া সমাপ্ত অর্থবছরের জন্য রবি আজিয়াটা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। আলোচ্য অর্থবছরে উত্তরা ব্যাংক ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।