November 17, 2025 - 7:43 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকআমি কখনো মাদক সেবন করিনি: ইলন মাস্ক

আমি কখনো মাদক সেবন করিনি: ইলন মাস্ক

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময় ব্যাপকভাবে কেটামিন এবং অন্যান্য ওষুধ ব্যবহার করেছিলেন বলে প্রত্যাখ্যান করেছেন ইলন মাস্ক।

শনিবার (৩১ মে) প্রকাশিত একটি প্রতিবেদন তিনি বলেছেন, ‘আমি কখনো মাদক সেবন করিনি। এটা আমার বিরুদ্ধে নিছক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

এদিকে নিউইয়র্ক টাইমস শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলিয়নিয়ার উপদেষ্টা এত বেশি কেটামিন ব্যবহার করেছিলেন যে, তার মূত্রাশয়ের সমস্যা দেখা দিয়েছিল। কেটামিন একটি শক্তিশালী চেতনানাশক।

সংবাদপত্রটি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও এক্সট্যাসি এবং মাশরুম গ্রহণ করেছিলেন এবং ভ্রমনের সময় একটি বড়ির বাক্স সব সময় সাথে রাখতেন। জানুয়ারীতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তথাকথিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) -এর প্রধান থাকাকালীন মাস্কও মাদক গ্রহণ করেছিলেন কি-না তা জানা যায়নি।

শনিবার এক্সে এক পোস্টে মাস্ক বলেছেন, ‘স্পষ্ট করে বলতে গেলে আমি কখনো মাদক সেবন করিনি ! নিউইয়র্ক টাইমস আমার বিরুদ্ধে মিথ্যা কথা লিখেছে।’

তিনি আরো বলেন, ‘কয়েক বছর আগে আমি কেটামিন ‘প্রেসক্রিপশন’ দিয়ে কেনার চেষ্টা করেছিলাম এবং এক্সে ও তাই বলেছিলাম। সুতরাং আমার বিরুদ্ধে যে গুজব রটানো হয়েছে, এটি কোনো খবরই নয়। এ যদিও কেটামিন মানসিক স্বস্তির জন্য সাহায্য করে, কিন্তু তারপর থেকে এটি আমি গ্রহণ করিনি।’

শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে এক বিদায়ী অনুষ্ঠানে মাস্ক প্রথমে তার মাদক ব্যবহারের বিষয়ে একটি প্রশ্ন এড়িয়ে যান, যেখানে টেসলা এবং স্পেসএক্সের বস একটি কালো চশমা পরেছিলেন, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে ডিওজিই-তে ট্রাম্পের প্রধান খরচ কমানোর ভূমিকা পালন করেছিলেন। এই কর্মসূচীর মাধ্যমে কয়েক হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল।

টাইমস তার কথিত মাদক ব্যবহারের প্রতিবেদনের ঠিক পরেই আঘাতের খবরটি যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছিল। দৈনিকটি এই বছরের জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি সমাবেশে মাস্কের একটি উৎসাহী নাৎসি-ধাঁচের স্যালুট দেওয়ার মতো আচরণের কথা স্মরণ করে।

মাস্ক বলেছেন, তিনি তার ছোট ছেলে, যার নাম এক্স, তার সাথে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর সময় আঘাত পেয়েছিলেন। কারণ তিনি নিজেই শিশুটিকে মুখে আঘাত করতে বলেছিলেন।

‘এবং সে তা করেছিল। দেখা যাচ্ছে যে, এমনকি পাঁচ বছরের একটি শিশুও তোমার মুখে ঘুষি মারছে আসলে’।

শুক্রবার পরে, যখন একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি মাস্কের ‘নিয়মিত মাদক সেবন’ সম্পর্কে জানেন কিনা। তখন ট্রাম্প উত্তর দেন, ‘আমি তা জানতাম না।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি ইলন একজন দুর্দান্ত প্রকৃতির মানুষ।’

মাস্ক পূর্বে কেটামিন গ্রহণের কথা স্বীকার করে বলেছেন, তাকে ‘নেতিবাচক মানসিকতার’ চিকিৎসার জন্য এটি প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল এবং পরামর্শ দিয়েছেন, ওষুধটি তার কাজের জন্য উপকারী ছিল।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....