আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সড়কের মতিন ফার্মেসী ও তুহিন ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ করার অপরাধে ওই দুই ফার্মেসী মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়।
ভিযানে মেসার্স মতিন ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় মতিন ফার্মেষীর মালিক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেসার্স তুহিন ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ভ্যাক্সিন ও ইনজেকশন উদ্ধার করা হয়। ওই অপরাধে তুহিন ফার্মেসীর মালিক নাজমুন নকিবকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরও বেশকিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং সবাইকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগীতা করেন চুয়াডাঙ্গা ওধুষ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক একেএম মহসীনিন মাহবুব ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ২ ফার্মেসী মালিককে জরিমানা https://corporatesangbad.com/5128/ |