কমলো জ্বালানি তেলের দাম

Posted on June 1, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। জুন মাসে প্রতি লিটার জ্বালানি তেলে দাম কমেছে ২ থেকে ৩ টাকা।

শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকায় সমন্বয় করা হয়েছে। নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস অথবা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।