![]() |

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনাল বিঘ্নিত হওয়ার ঘটনা মাঠে বসে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর স্টেডিয়ামের সংস্কারের নির্দেশ দেন জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি)।
পল্টনে হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার (৩১ মে) ৩৫তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ চলাকালীন সাংবাদিকদের যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বৃষ্টির জন্য অনেকক্ষণ খেলা বন্ধ থাকলেও আমরা খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল দেখেছি। তবে এখানে যে সমস্যা বৃষ্টির কারণে হয়েছে সেটা আমি নিজে চোখে দেখেছি। আগামীকাল এই স্টেডিয়াম পরিদর্শন করতে এনএসসির একটা টিম আসবে। কোথায় কোথায় সমস্যা, কোন জায়গা সংস্কার করতে হবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে মাঠটি খেলার উপযোগী করে তোলা হবে।’
শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বনাম আনসার ও ভিডিপির মধ্যকার জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনাল ম্যাচ। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফাইনালে ৩২-২৪ গোলে গতবারের চ্যাম্পিয়ন আনসারকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে পুরুষ হ্যান্ডবলে দীর্ঘদিন ধরেই আধিপত্য দেখানো বিজিবি।
রোমাঞ্চকর ফাইনালের প্রথমার্ধে বিজিবি ১৫-১৩ গোলে এগিয়ে ছিল। বিরতির সময় থেকেই বৃষ্টি হানা দেয়। ১০ মিনিট নির্ধারিত বিরতির পর দুই দল মাঠে নামলেও বৃষ্টির কারনে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। এ সময় টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি দুই দলের সাথে আলোচনা করে ম্যাচটি শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা বিচলিত হয়ে পড়ে। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর মাঠকর্মীদের কল্যাণে আবারো ম্যাচ শুরু করতে সমর্থ হয় রেফারিরা।
পুরো বিষয়টি মাঠে বসে দেখেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরবর্তীতে ফেডারেশনের কর্মকর্তাদের কাছে বিস্তারিত শুনে তিনি হ্যান্ডবল মাঠের দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে তাৎক্ষনিক ভাবে জাতীয় ক্রীড়া পরিষদকে নির্দেশ দেন। পরবর্তীতে তিনি সকলের কাছে বিষয়টি দ্রুত নিরসনের আশ্বাস দেন।
ক্রীড়া উপদেষ্টার এই আশ্বাসে হ্যান্ডবল সংশ্লিষ্ঠ সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন মাঠের এই সমস্যার মুখোমুখি হয়ে আসছে। বৃষ্টি হলেই চারদিক থেকে পানি প্রবেশ করায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। এর আগে বেশ কয়েকবার এনএসসি মাঠের কিছু সংষ্কার করলেও স্থায়ীভাবে কোন সমাধান হয়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| হ্যান্ডবল স্টেডিয়াম সংস্কারের নির্দেশ যুব ও ক্রীড়া উপদেষ্টার https://corporatesangbad.com/512764/ |