June 24, 2025 - 1:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসাবেক এমপি হেনরী দম্পতির রিমান্ডে কোটি টাকার ঘুষ! তদন্তের মুখে ৫ পুলিশ...

সাবেক এমপি হেনরী দম্পতির রিমান্ডে কোটি টাকার ঘুষ! তদন্তের মুখে ৫ পুলিশ সদস্য

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক এমপি জান্নাত আরা তালুকদার হেনরী ও তাঁর স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর রিমান্ডে ভয়ভীতি দেখিয়ে কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার তৎকালীন ওসি হুমায়ুন কবীর, পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, এসআই মনির হোসেন, এসআই আব্দুর রাজ্জাক ও এসআই শাহিন মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ৩১ জন পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ করেছেন তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

বর্তমানে অভিযুক্তদের মধ্যে কেউ রংপুর রেঞ্জে, কেউ রাজশাহী সিআইডিতে, আবার কেউ সিরাজগঞ্জের বিভিন্ন থানায় বদলি হয়েছেন। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি মনির, রাজ্জাক বা মজিদ। শাহিন বলেন, “অভিযোগ করলেই হবে না, প্রমাণ লাগবে।” ওসি হুমায়ুন কবীর জানান, তিনি তদন্ত কমিটির ডাকে গিয়ে নিজের বক্তব্য দিয়েছেন।

জানা যায়, র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর হেনরী ও লাবুকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়। এ সময় রিমান্ডের ভয় দেখিয়ে বিভিন্ন পর্যায়ে প্রায় ১ কোটি টাকা ঘুষ আদায় করা হয় বলে অভিযোগ করেন তাঁদের পরিবার। সদর দপ্তরে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, লেনদেনের সময়কার ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের মোবাইল কললিস্ট (সিডিআর) যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হেনরীর বোন ও দুলাভাই একটি লাল প্রাইভেট কারে করে থানার পাশে পৌরসভার ডিজিটাল ডাস্টবিন সংলগ্ন স্থানে এসে ঘুষের অর্থ হস্তান্তর করেন। সেই ফুটেজ যাচাইয়ের অনুরোধও জানানো হয়েছে।

পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, “অভিযোগ তদন্ত আমাদের রুটিন ওয়ার্কের অংশ। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে হলমার্ক কেলেঙ্কারিতে আলোচনায় আসেন হেনরী ও লাবু। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়মুক্তি পেলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তাঁদের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা হয়। গত ৩০ সেপ্টেম্বর র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে এবং বর্তমানে তাঁরা সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।

সামগ্রিক ঘটনায় পুলিশের একটি অংশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশে প্রথমবারের মতো ‘গুগল পে’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু...

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে প্রাইম ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে...

ঢাকায় এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক কাওরানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর এবং বনানী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। সম্প্রতি এই উইন্ডো পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৩তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে সোমবার (২৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড...

শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একাধিক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার...

সাতক্ষীরায় দেড় মাসে মরিচ্চাপ নদীর ৭ সেতু ধ্বস, ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: এক থেকে দেড় মাসের ব্যবধানে ধ্বসে পড়েছে সাতক্ষীরার মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি ঢালাই বা পাকা সেতু। ফলে সাতক্ষীরার তিনটি...

শেরপুরে দুর্ধর্ষ চুরি: ১০ লাখ টাকার মালামাল লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অভিনব কায়দায় চুরির ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ...

অবশেষে বেলকুচি থানার ওসির বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন মামলার তদন্তে গড়িমসি, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেনকে বদলি করে...