November 17, 2025 - 9:59 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসাবেক এমপি হেনরী দম্পতির রিমান্ডে কোটি টাকার ঘুষ! তদন্তের মুখে ৫ পুলিশ...

সাবেক এমপি হেনরী দম্পতির রিমান্ডে কোটি টাকার ঘুষ! তদন্তের মুখে ৫ পুলিশ সদস্য

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক এমপি জান্নাত আরা তালুকদার হেনরী ও তাঁর স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর রিমান্ডে ভয়ভীতি দেখিয়ে কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার তৎকালীন ওসি হুমায়ুন কবীর, পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, এসআই মনির হোসেন, এসআই আব্দুর রাজ্জাক ও এসআই শাহিন মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ৩১ জন পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ করেছেন তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

বর্তমানে অভিযুক্তদের মধ্যে কেউ রংপুর রেঞ্জে, কেউ রাজশাহী সিআইডিতে, আবার কেউ সিরাজগঞ্জের বিভিন্ন থানায় বদলি হয়েছেন। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি মনির, রাজ্জাক বা মজিদ। শাহিন বলেন, “অভিযোগ করলেই হবে না, প্রমাণ লাগবে।” ওসি হুমায়ুন কবীর জানান, তিনি তদন্ত কমিটির ডাকে গিয়ে নিজের বক্তব্য দিয়েছেন।

জানা যায়, র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর হেনরী ও লাবুকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়। এ সময় রিমান্ডের ভয় দেখিয়ে বিভিন্ন পর্যায়ে প্রায় ১ কোটি টাকা ঘুষ আদায় করা হয় বলে অভিযোগ করেন তাঁদের পরিবার। সদর দপ্তরে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, লেনদেনের সময়কার ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের মোবাইল কললিস্ট (সিডিআর) যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হেনরীর বোন ও দুলাভাই একটি লাল প্রাইভেট কারে করে থানার পাশে পৌরসভার ডিজিটাল ডাস্টবিন সংলগ্ন স্থানে এসে ঘুষের অর্থ হস্তান্তর করেন। সেই ফুটেজ যাচাইয়ের অনুরোধও জানানো হয়েছে।

পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, “অভিযোগ তদন্ত আমাদের রুটিন ওয়ার্কের অংশ। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে হলমার্ক কেলেঙ্কারিতে আলোচনায় আসেন হেনরী ও লাবু। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়মুক্তি পেলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তাঁদের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা হয়। গত ৩০ সেপ্টেম্বর র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে এবং বর্তমানে তাঁরা সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।

সামগ্রিক ঘটনায় পুলিশের একটি অংশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....