![]() |

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৩১ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।
শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ধল্লার (মধ্যপাড়া) সাইফুলের মুদি দোকানের সামনে থেকে ও চান্দহর ইউনিয়নের আটিপাড়ার আব্দুল বারেকের বসত ঘর এবং হেমায়েতপুর- সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন কাবাবিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার এসআই মোঃ ফজলার রহমান ও শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা এবং এসআই মোঃ আরবীকুল ইসলামের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়। এসময় ৪২ হাজার টাকা মূল্যের দেড় কেজি গাঁজাসহ দক্ষিণ ধল্লার মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করে। এছাড়া ১৯ হাজার টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ চান্দহর ইউনিয়নের আঁটিপাড়ার মোঃ আব্দুল বারেক (৩৬), চর মূল বর্গের মোঃ সাইফুল ইসলাম (৩৭), রাশেদ আলী (২৯) ও নবাবগঞ্জ থানার মেলেং এর মোঃ এমদাদ হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।
অপরদিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু হাসানের পরিচালিত এক অভিযানে ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন কাবাবিয়া হোটেলে সামনে থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ ফিরোজ আহম্মেদকে গ্রেফতার করা হয়।
সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান আরও জোরদার করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিংগাইরে গাঁজা ও হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেফতার https://corporatesangbad.com/512730/ |