![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন শেখ খালেদ জহির (এফসিএস)। চলতি বছরের ১৪ মে, ২০২৫ থেকে তিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি মূলধন নিয়ে ২০০৫ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৪ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৯.৮৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২২.৭৪ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৭.৩৭ শতাংশ শেয়ার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স https://corporatesangbad.com/512622/ |