জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

Posted on May 28, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার প্রেক্ষিতে দেশে আগামী ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যার পর চলতি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদের তারিখ নির্ধারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভা শেষে জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ (৭ জুন) ঈদুল আজহা পালন করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য দ্রুত পাওয়ায় দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় দেশটির সুপ্রিম কোর্ট। এদিন দেশটির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ ওঠার মাধ্যমে আজ বুধবার থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ফলে ওসব দেশে ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।