দরবৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

Posted on May 28, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের ষষ্ট কার্যদিবস বুধবার (২৮, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ৬৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১৮ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ২২৪ টাকা ২০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৭০ পয়সা বা ৪.৯৬ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৫.৯৫ শতাংশ বা ৫০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে হয়েছে ৩ টাকা ৮০ পয়সা, সিটি ইন্স্যুরেন্স ২. দশমিক ২৮ শতাংশ বেড়ে হয়েছে ৪০ টাকা ৪০ পয়সা, এক্সিম ব্যাংকের ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ৫ টাকা ৬০ পয়সা, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে হয়েছে ৬ টাকা ১০ পয়সা, মেঘনা সিমেন্ট মিলসের ১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে হয়েছে ৩৬ টাকা ৮০ পয়সা, ইন্দো-বাংলা ফার্মার ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে ৯ টাকা ৩০ পয়সা এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে হয়েছে ১৯ টাকা ৪০ পয়সা।