সূচকের পতনে লেনদেন শেষ

Posted on May 27, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ১৫ কোটি ৫১ লক্ষ ৩১ হাজার ৬০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৭২ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার ৯৪৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪১.২৫ পয়েন্ট কমে ৪৬৭৮.১৩ ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৭৪ পয়েন্ট কমে ১৭২৪.১৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৮৯ পয়েন্ট কমে ১০২৪.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বীচ হ্যাচারী, বিপিপিএল, আইএফআইসি, শাইনপুকুর সিরামিক, এসআলম কোল্ড রোল্ড, মিডল্যান্ড ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিবি, ফাস্টর্ সিকিউরিটি ইসলামি ব্যাংক, এসআইবিএল, নাহি অ্যালুমিনিয়াম, হাইডেলবার্গ মেটেরিয়েলস, এশিয়াটিক লেব্রেটোরিস, গোল্ডেন হারভেস্ট, গ্রীন ডেল্টা মি. ফা., অগ্নী সিস্টেম ও মির আক্তার হোসেন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এনসিসি ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, আসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ব্যাংক এশিয়া, সট্যান্ডাডর্ ইন্স্যুরেন্স, আল-আরাফা ইসলামি ব্যাংক, জিল বাংলা সুগার, ফাস্টর্ জনতা ব্যাংক মি. ফা., শাইনপুকুর সিরামিক ও এইচ আর টেক্সটাইল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৬৩৪৪৪৭৫৭৫৬৬.০০।