![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে ২৩৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৫ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ১০ টাকা ৪০ পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ১৮ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৭ দশমিক ০২ শতাংশ বা ৮০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড।
এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে ব্যাংক এশিযার ৬ দশমিক ৭৫ শতাংশ কমে হয়েছে ১৫ টাকা ২০ পয়সা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ৬ দশমিক ৫৬ শতাংশ কমে হয়েছে ৩৫ টাকা ৬০ পয়সা, আল আরাফাহ ইসলামিক ব্যাংক ৬ দশমিক ১৯ শতাংশ কমে হয়েছে ১৯ টাকা ৭০ পয়সা, জিলবাংলা ৫ দশমিক ৬৩ শতাংশ কমে হয়েছে ৮২ টাকা ২০ পয়সা, ফাস্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৫ দশমিক ৫৬ শতাংশ কমে হয়েছে ৩ টাকা ৪০ পয়সা, শাইনপুকুর সিরামিক ৫ দশমিক ২৯ শতাংশ কমে হয়েছে ২১ টাকা ৫০ পয়সা এবং এইচ আর টেক্সটাইল ৫ দশমিক ২৬ শতাংশ কমে হয়েছে ২৫ টাকা ২০ পয়সা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এনসিসি ব্যাংকের সর্বোচ্চ দর পতন https://corporatesangbad.com/512436/ |