দরবৃদ্ধির শীর্ষে আইসিবি

Posted on May 27, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে ৮৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৪৫ টাকা ৮০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৫.৯৫ শতাংশ বা ৫০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের ৪ দশমিক ৮৩ শতাংশ বেড়ে হয়েছে ২১ টাকা ৭০ পয়সা, হাইডেলবার্গ মেটেরিয়ালের ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়ে হয়েছে ২০৬ টাকা ২০ পয়সা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ৩২ টাকা ৬০ পয়সা, গোল্ডেন হারভেস্টের ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয়েছে ১১ টাকা ৭০ পয়সা, গ্রিন ডেলটা মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা, অগ্নি সিস্টেমসের ২ দশমিক ৪৫ শতাংশ বেড়ে হয়েছে ২৫ টাকা ১০ পয়সা এবং মীর আক্তার হোসেন লিমিটেডের ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ২৫ টাকা ৬০ পয়সা।