ধোবাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

Posted on May 26, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ ময়মনসিংহ জেলার ধোবাউড়ার ঘোষগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিরা, সাবান ও পন্ড’স পাউডার পাচারের চেষ্টাকালে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ মে ঘোষগাঁও বিওপির আওতাধীন গানই নামক স্থান হতে ভারতীয় জিরা ৮১৪.৩০ কেজি, সাবান-৯০৭২ পিস ও পন্ড’স পাউডার-৮৮১১ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৫,১৩,৬৫০/- (পনেরো লক্ষ তেরো হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।

অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বলে জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক।