![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ২৩৫ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। আগের ছিল ২৭৮ কোটি টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম দিকে ঊর্ধ্বমুখী ছিল সূচক। তবে ১৫ মিনিট পর শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকায় পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৬ দশমিক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ৪ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ার।
এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২১০টির আর অপরিবর্তিত ছিল ৮৮টির বাজারদর।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ১০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন পুজিঁবাজারে https://corporatesangbad.com/512292/ |