![]() |

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দাদি ও তার আট বছরের নাতি। শনিবার (২৩ মে, ২০২৫) সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দেয়।
নিহতরা হলেন—মছিরন বেগম (৫০) ও তার নাতি নুর আলম। মছিরন মহাস্থানগড়ে হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থানগড়ে গাইবান্ধা হোটেলের কর্মচারী ছিলেন। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
স্থানীয় বাসিন্দা ও বুলবুল সার্কাসের মালিক শাহীনুর রহমান জানান, নিহতরা মহাস্থানগড়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় হোটেলগুলোতে খণ্ডকালীন কাজ করতেন। আর্থিক সংকটে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার সামর্থ্য না থাকায় তিনি নিজ উদ্যোগে দাফনের ব্যবস্থা করেছেন। রাতে মহাস্থান এলাকায় দাফন সম্পন্ন করা হয়।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা তদন্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।
স্থানীয়দের ভাষ্যে, মহাসড়কে ওভারব্রিজ থাকা সত্ত্বেও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন, যা এমন দুর্ঘটনার অন্যতম কারণ। এলাকাবাসী কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মহাস্থানে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির করুণ মৃত্যু https://corporatesangbad.com/512148/ |