![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে তথ্য বাতায়ন হালনাগাদ না করে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। এর ফলে জেলার বেকার যুবক-যুবতীরা সরকারি বিভিন্ন প্রশিক্ষণ, অনুদান ও জাতীয় যুব পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ গ্রামে অবস্থিত জেলা যুব উন্নয়ন কার্যালয়ের ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে কোনও তথ্য হালনাগাদ করা হয়নি। ফলে যেসব সুবিধা সম্পর্কে ঘরে বসেই জানার কথা, তা জানতে বারবার অফিসে গিয়ে সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে বেকার যুবকদের।
জাতীয় যুব পুরস্কারের আবেদন বিষয়ে জানতে নিয়ামতপুর গ্রামের খামারী আব্দুল আলিম বলেন, “ওয়েবসাইটে তথ্য না থাকায় আজ অফিসে এসে শুনলাম ৮ দিন আগেই আবেদনের সময় শেষ হয়ে গেছে। অথচ এই তথ্য অনলাইনে দিলে আমি সময়মতো আবেদন করতে পারতাম।”
প্রশিক্ষণ নিতে আসা জুলকার নাঈম বলেন, “ওয়েবসাইটে ২০২৩ সালের ডিসেম্বরের পর কোনও নতুন তথ্য নেই। আমি ধানবান্দি থেকে ৭০ টাকা খরচ করে এসেছি। প্রতিদিন এমন খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়।”
বহুতী এলাকার যুব সংগঠক শাকিল আহমেদ জানান, “তথ্য হালনাগাদের বিষয়ে একাধিকবার উপপরিচালক স্যারের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এই উদাসীনতা যুবসমাজের জন্য চরম হতাশাজনক।”
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উদ্যোক্তা মাহফুজ উর রহমান বলেন, “উদ্যোক্তা সৃষ্টিতে সচেতনতা ও তথ্যপ্রবাহ গুরুত্বপূর্ণ। তথ্য হালনাগাদ না থাকলে অনেকেই উদ্যোগ নেওয়ার আগেই পিছিয়ে পড়েন।”
এ বিষয়ে জেলা যুব উন্নয়ন দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তা এস এম রাজিব উল ইসলাম জানান, “আমরা সর্বশেষ ২০২৩ সালে কিছু ট্রেডে ভর্তি সংক্রান্ত তথ্য আপডেট করেছি। এরপর নতুন কোনো নির্দেশনা পাইনি। জাতীয় যুব পুরস্কারের তথ্যও আমাকে জানানো হয়নি।”
জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার আব্দুল্লাহ আল রহমান বলেন, “ডিসি অফিসের সমন্বয় সভায় ওয়েবসাইটে তথ্য হালনাগাদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে চিঠিও প্রেরণ করা হয়েছে।”
তবে এসব বিষয়ে জানতে চাইলে উপপরিচালক মো. শরীফুল ইসলাম প্রথমে বলেন, “তথ্য হালনাগাদ করা হয়।” কিন্তু জাতীয় যুব পুরস্কারের তথ্য ওয়েবসাইটে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সাইটে আপডেট করতে বলা হয়নি।” পরে আরও জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
এদিকে জেলার বিভিন্ন যুব সংগঠন ও সচেতন মহল উপপরিচালকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বদলির দাবি জানিয়েছে। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জ যুব উন্নয়ন দপ্তরের গাফিলতিতে সুযোগ বঞ্চিত বেকার তরুণরা https://corporatesangbad.com/512106/ |