ব্যাংক খাতে ২৬ শতাংশ লেনদেন কমেছে

Posted on May 24, 2025

পুঁজিবাজারে ডেস্ক: দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫২ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা। এর আগের সপ্তাহে যেখানে গড় লেনদেন ছিল ৭০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। হিসাব মোতাবেক এক সপ্তাহের ব্যবধানে ব্যাংক খাতে গড় লেনদেন কমেছে প্রায় ২৬.৪২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লেনদেন চিত্র বিশ্লেষনে দেখা যায়, খাত ভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ব্যাংক খাতের আধিপত্য ছিল। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮.১৯ শতাংশ দখল করে শীর্ষে অবস্থান করেছিল ব্যাংক খাত।

এবং লেনদেন তালিকায় ২য় সর্বোচ্চ ১৪.৩৪ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত ও ১০.৪৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া ৮.৪৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বস্ত্র খাত। আর ৫ম স্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল ৭.২৫ শতাংশ।