June 24, 2025 - 1:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমকর্ণফুলীর ইউপি ভবনে রঙের কসমেটিক সংস্কার, ৩ লাখ টাকা গায়েব! নেপথ্যে এসিল্যান্ড

কর্ণফুলীর ইউপি ভবনে রঙের কসমেটিক সংস্কার, ৩ লাখ টাকা গায়েব! নেপথ্যে এসিল্যান্ড

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১% বরাদ্দ থেকে নেওয়া ৩ লাখ ২৪ হাজার টাকার একটি উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন প্রশাসক রয়া ত্রিপুরার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসক রয়া ত্রিপুরা নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করে নামমাত্র কিছু রঙের কাজ দেখিয়ে পুরো বরাদ্দ আত্মসাৎ করেছেন। প্রকল্পের কাগজপত্র এখন আর ইউনিয়ন অফিসে পাওয়া যাচ্ছে না। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট নথিপত্র গায়েব করে ফেলা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

জানা যায়, প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের ভবন ও আসবাবপত্রে রঙ করার কথা বলা হলেও বাস্তবে শুধুমাত্র ভবনের সামনের দেয়ালে রঙ করা হয়েছে। পরিষদের অভ্যন্তরে মাত্র চারটি টুল-চেয়ার রঙ করার প্রমাণ পাওয়া গেছে। পরিষদের পেছন ও পাশের দেয়াল, চেয়ারম্যানের কক্ষসহ অন্য কোথাও রঙ করার কাজ হয়নি।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভবনের সামনের অংশে হালকা হলুদাভ রঙের প্রলেপ দেওয়া হলেও সেটি কসমেটিক সংস্কারের বাইরে কিছু নয়। পরিষদের ভিতরে সংস্কার কার্যক্রম নেই বললেই চলে। পরিষেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, ভেতরে চারটি টুল চেয়ার আর ভবনের সামনে ছাড়া আর কিছুই রঙ করা হয়নি।

প্রকল্পে ব্যয়ের অনিয়ম সম্পর্কে একটি অডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে প্রশাসক রয়া ত্রিপুরা প্রকল্পের বরাদ্দের ৩০% অর্থাৎ ৯৭,২০০ টাকা “কাটমানি” হিসেবে রেখে বাকি অর্থ ভাগ করে নেওয়ার নির্দেশনা দিচ্ছেন। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ১ লাখ টাকার ভেতরে সামান্য কিছু রঙ করার কাজ শেষ করতে হবে এবং বাকি অর্থ বিভিন্ন খাতে মিথ্যা খরচ দেখিয়ে সমন্বয় করতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জুলধা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক সচিব) মিলটন চৌধুরী প্রকল্পের ঠিকাদার, মিস্ত্রির নাম বা কোনো বিল ভাউচার দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘উর্ধ্বতন নির্দেশনায় এসব তথ্য দেওয়া সম্ভব নয়। আপনারা এলজিইডি অফিসে যোগাযোগ করেন। কিন্তু এলজিইডি প্রকৌশলী তাসলিমা জাহান তথ্য দিতে নারাজ। এতে প্রকল্পের অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়।

প্রকল্প সভাপতি হিসেবে দায়িত্বে থাকা ইউপি সদস্য মো. ওসমান জানান, ‘ইউনিয়ন পরিষদ ভবন রঙ করণের প্রকল্পে আমাকে সভাপতি করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে পুরো কাজটি করেছেন এসিল্যান্ড, সচিবের মাধ্যমে। বর্তমানে সচিব মিলটন চৌধুরী কাজটি সম্পন্ন করেছেন। আমাকে এসিল্যান্ড বলেছিলেন, এক লাখ টাকার মধ্যেই কাজটি শেষ করতে হবে।”

এ বিষয়ে পরিষদের প্রশাসক এসিল্যান্ড রয়া ত্রিপুরার বক্তব্য জানার জন্য বারবার মুঠোফোনে কল করা হলেও ফোন কেটে দেন। কিছুতেই সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাতেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, একই কর্মকর্তার কাঁধে একসাথে তিনটি ইউনিয়নের প্রশাসক, এসিল্যান্ড এবং ইউএনওর দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। কর্ণফুলীর শিক্ষানুরাগী নাগরিকরা জানান একজন কর্মকর্তার উপর এত গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দিলে প্রকৃত নাগরিক সেবা ব্যাহত হয়। দ্রুত অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

এ বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর মহাসচিব ও বিশিষ্ট কলামিস্ট অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, ‘জনগণের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ভারসাম্য রাখতে হবে। একজন কর্মকর্তাকে একাধিক ইউনিয়নের দায়িত্ব দিলে স্বচ্ছতা ও জবাবদিহি সংকটে পড়ে। দরকার দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়া। না হয় দুই দিকেই ক্ষতি হচ্ছে। জনপ্রতিনিধিদের কাজ করতে গিয়ে প্রশাসন তাঁর নিজ কার্যালয়ের কাজ করতে পারছে না।’

চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. নোমান হোসেন বলেন, ‘আমি বিষয়টির খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবো।’

প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, কাগজপত্র গায়েব, কাজ না করেই বরাদ্দ আত্মসাৎ এবং অডিও ক্লিপের মতো গুরুত্বপূর্ণ প্রমাণ—সব মিলিয়ে এডিপির ১% বরাদ্দ অপব্যবহারের চিত্র প্রকটভাবে সামনে এসেছে। এ দায়িত্ব থেকে প্রশাসক কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এ বিষয়ে স্থানীয়দের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) যেন কর্ণফুলীর পাঁচটি ইউনিয়ন পরিষদ ও এলজিইডি অফিসে অভিযান চালায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশে প্রথমবারের মতো ‘গুগল পে’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু...

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে প্রাইম ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে...

ঢাকায় এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক কাওরানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর এবং বনানী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। সম্প্রতি এই উইন্ডো পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৩তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে সোমবার (২৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড...

শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একাধিক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার...

সাতক্ষীরায় দেড় মাসে মরিচ্চাপ নদীর ৭ সেতু ধ্বস, ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: এক থেকে দেড় মাসের ব্যবধানে ধ্বসে পড়েছে সাতক্ষীরার মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি ঢালাই বা পাকা সেতু। ফলে সাতক্ষীরার তিনটি...

শেরপুরে দুর্ধর্ষ চুরি: ১০ লাখ টাকার মালামাল লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অভিনব কায়দায় চুরির ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ...

অবশেষে বেলকুচি থানার ওসির বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন মামলার তদন্তে গড়িমসি, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেনকে বদলি করে...