![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের ষষ্ঠ কার্যদিবস বৃহস্পতিবার (২২, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে ১১৪ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৪১ টাকা ৩০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৩।
এবং গতদিনের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বেঙ্গল উইন্সডর থার্মপ্লাস্টিকস লিমিটেড।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে এইচ আর টেক্সটাইল লিমিটেডের ৮ দশমিক ৬১ শতাংশ বেড়ে হয়েছে ২৬.৫ টাকা, এসআলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে ১৯ টাকা ৫০ পয়সা, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬ দশমিক ৩১ শতাংশ বেড়ে হয়েছে ১১১ টাকা ২০ পয়সা, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৫ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৬ টাকা ৫৯ পয়সা, ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের ৪ দশমিক ৬৪ শতাংশ বেড়ে হয়েছে ১০৮ টাকা ২০ পয়সা, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়ে হয়েছে ১৮ ৫ টাকা এবং এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ৬২.৫ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দরবৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল https://corporatesangbad.com/511922/ |