![]() |

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) দুপুর ৩টার সময় শার্শা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার সময় বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষক সিরাজুল ইসলাম বাগআঁচড়া উজ্জ্বল পাড়া এলাকার মৃত বছির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ জানায়, নির্যাতিত শিশুটির মা মঙ্গলবার (২০ মে) সন্ধায় থানায় এসে তার শিশু মেয়েকে আসামী সিরাজ মিস্ত্রি নিজের শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এই মর্মে একটি লিখিত এজাহার দায়ের করেন। পরে বিষয়টি পুলিশ আমলে নিয়ে তথ্য-প্রযুক্তিসহ গোপনে তদন্ত শুরু করে ওই দিনই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকা থেকে ধর্ষক সিরাজুলকে আটক করতে সক্ষম হন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আসামীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশু কণ্যার ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দীর জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শার্শায় শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক https://corporatesangbad.com/511914/ |