সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Posted on May 22, 2025

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ মোঃ লিটন মোল্লা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত লিটন উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকার মোঃ ঝুমুর উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২২মে) সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২১মে) রাত সোয়া ১১ টার দিকে আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ লিটন মোল্লাকে গ্রেফতার করে। এসময় তার দখল থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, লিটন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। অভিযানে তাকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কোর্টের পাঠানো হয়েছে।