বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

Posted on May 22, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীনুজ্জামানকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান বিচারপতি যে সমস্ত বিচারপতিদের বিচার কাজ থেকে বিরত রেখেছিলেন সেখানে খোন্দকার দিলীরুজ্জামানের নাম ছিলো।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগ ওই বিচারপতি অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১ মে ২০২৫ খ্রি. তারিখে অপসারণ করেছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই নিহত ছয়জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং সাম্প্রতিক ঘটনা তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্ব বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো।

২০১৮ সালে তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় বিগত আওয়ামী লীগ সরকার। পরে ২০২০ সালে তাকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ করা হয়।

আরও পড়ুন:

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ: হাইকোর্ট