প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের সর্বোচ্চ দর পতন

Posted on May 21, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস মঙ্গলবার (২১, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ১০৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৬.৫০ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ৪৬ টাকা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৪ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৫৩ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বা ২০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ।

এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫.১২ শতাংশ হয়েছে কমে হয়েছে ৩৭ টাকা ১০ পয়সা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৪.৭৬ শতাংশ কমে হয়েছে ৬ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৪.৭২ শতাংশ কমে হয়েছে ১০ টাকা ১০ পয়সা, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৪.৫২ শতাংশ কমে হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪.৩৫ শতাংশ কমে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ৩.৭০ শতাংশ কমে হয়েছে ২ টাকা ৬০ পয়সা এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৩.৪৭ শতাংশ কমে হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা।