কর্পোরেট ডেস্ক: “আন্তর্জাতিক মানব সম্পদ দিবস-২০২৫” উপলক্ষে মঙ্গলবার (২০ মে) মানব সম্পদ পেশাজীবীদের সংগঠন এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড এবং স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেড এর যৌথ উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এবাবের থিম ” Humanify Ai: Leading Change Together” নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তৃতা, প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে মানুষের মনে একটি ভয়- Ai হয়তো মানুষের কাজ কেড়ে নেবে, বা মানুষের গুরুত্ব কমিয়ে দেবে, বক্তারা এই ধারণা থেকে সরে এসে বলেন, Ai কে মানুষের সহায় হিসেবে বিবেচনা করতে হবে, শত্রু নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে গড়ে তোলা বা ব্যবহার করা, যাতে তার ভিতরে মানবিক মূল্যবোধ, সহানুভূতি, নৈতিকতা যুক্ত থাকে। এই পরিবর্তন এবং প্রযুক্তিগত বিপ্লবকে একা কেউ সামনে নিতে পারবে না। মানব সম্পদ পেশাজীবী, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক, এবং সাধারণ মানুষ সবাইকে একত্রে কাজ করতে হবে যেন Ai মানবিক গুণাবলির ধারক হয়ে উঠতে পারে।
এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের অপারেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি চৌধুরী নুর-এ-সানীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম নজরুল ইসলাম, স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্যানেল আলোচনায় অংশ নেন খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব ও মানব সম্পদ বিশেষজ্ঞগণ, যাদের মাঝে ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক নাজমুর রাহিম, আকিজ বশির গ্রুপের পরিচালক, মানব সম্পদ দিলরুবা শারমিন খান, লিডারশীপ কোচ জিয়া উদ্দিন মাহমুদ, পারটেক্স স্টার গ্রুপের সাবেক সিইও কে এম আলি, ঢাকা ব্যাংকের হেড অব ট্রেনিং ফাহমিদা চৌধুরী, হুয়াওয়েই টেকনোলোজিস কো. লি এর সিনিয়র ম্যানেজার, এইচআর সাউথ এশিয়া ফারাহ নেয়াজ এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি-এর প্রতিষ্ঠাতা এবং চিফ ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন।

অনুষ্ঠানের শেষ পর্বে এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড-এর সেক্রেটারি জেনারেল মুত্তাকিন হাসান আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ ছাড়াও এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড- ভাইস প্রেসিডেন্ট মাসুদুল আলম, জয়েন্ট সেক্রেটারি জি এম শরিফ, ফাইনান্স সেক্রেটারি জসিম উদ্দিন, এফসিএমএ, মেম্বারশীপ সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, ওয়েলফেয়ার সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ দেশের শতাধিক প্রতিষ্ঠানের মানব সম্পদ প্রধান ও কর্পোরেট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
