![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোঃ জুনায়েদ মিয়া (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর ব্যাপারীবাড়ির গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ মিয়া অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে ঢাকায় গিয়ে চাকরি করতেন। ইতিমধ্যে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছেন। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া করে ঘরে শুয়ে পড়েন। সকালে ছোট শিশুরা আম কুড়াতে গিয়ে জুনায়েদকে গাছের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। এতে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, জুনায়েদ খুবই শান্তশিষ্ট ছিল। বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি চলছিল। হঠাৎ করে এমনটা কেন হয়েছে বলা যাচ্ছে না।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নান্দাইলে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/511776/ |