শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার সান্তনা বিশ্বাস (২৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে গোপালপুর পূর্বপাড়া গ্রামে স্বামীর বাড়ির আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ মে) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বামী পলাশ বিশ্বাসের দাবি, সান্তনা ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
তবে নিহতের বাবা সুদেপ কুমার মালী অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। তিনি এ মৃত্যুকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা দাবি করে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।