June 24, 2025 - 1:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশশেখ মুজিবের ম্যুরাল বানিয়ে আ’লীগ নেতার ভৈরব নদীর ৫০ বিঘা জমি দখল!

শেখ মুজিবের ম্যুরাল বানিয়ে আ’লীগ নেতার ভৈরব নদীর ৫০ বিঘা জমি দখল!

spot_img

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ভৈরব নদীর পাড় দখল করে এক আ’লীগ নেতা গড়ে তুলেছেন আলীসান সাম্রাজ্য। নিজের নামে শুধু কলেজই প্রতিষ্ঠা করেননি, গ্রামের নামও পাল্টে দিয়ে নিজের নামে করে আত্মঅহংকারের এক নজীর স্থাপন করেছেন। আর নদী দখল বৈধ করতে ১২৩ ফুট উচ্চতায় স্থাপিত করেছিল শেখ মুজিবের ম্যুরাল, যেটি ৫ আগষ্টের পর ছাত্রজনতা গুড়িয়ে দেয়। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া ও সাদিকপুর এলাকায়।

গ্রামবাসির অভিযোগ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের এবং তার দুই ভাই শফিকুল শমসের ও তরিকুল শমসের দীর্ঘদিন নদীর ৫০ বিঘা জমি অবৈধভাবে দখল করে রেখেছেন।

দখলদারিত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, কৃষকদের নদীতে নামতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। নদীর পাড় ঘেঁষে তৈরি করা হয়েছে পাকা প্রাচীর, যাতে সাধারণ মানুষ নদীতে মাছধরা ও পানি ব্যবহার করতে না পারে। ফ্যাসিষ্ট আওয়ামী পরিবারের পৃষ্ঠপোষকতায় বছরের পর বছর এই দখলবাজী চলে আসলেও কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তাব্যাক্তিরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।

সরজমিন ঘুরে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার ঘোপপাড়া ও সাদিকপুর গ্রামের নদীর দুই পাড় দখল করে গড়ে তোলা হয়েছে শস্যখেত। কিন্তু তা কোনো কৃষকের নয়, ফ্যাসিষ্ট আওয়ামী পরিবারের সদস্যদের। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের ছায়ায় রাশেদ শমসের ও তার ভাইয়েরা বছরের পর বছর ধরে নদীর এই জমিগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

স্থানীয় কৃষক সাজ্জাদ হোসেন বলেন, “নদীর দুই পাড় পুরো দখলে। আমরা নদীতে নামতেই পারি না। ব্রিজের পাশে দেয়াল তুলে দিয়েছে, যেন কৃষকরা একফোঁটা পানিও না পায়। এটা কি স্বাধীন দেশে সম্ভব?” তাহলে ৫ আগষ্ট কেন হলো ?

জাহাঙ্গীর আলম সর্দার নামে এক গ্রামবাসি বলেন, “তারা শেখ মুজিবের মুর‌্যাল বানিয়ে, কলেজের নাম ব্যবহার করে নদী ও সরকারি জমি দখল করেছে। শেখ হাসিনা সরকার পতনের পর এখন আবার নতুন করে দখল শুরু করেছে শফিকুল শমসের।” এমনকি সাধারণ মানুষের ব্যক্তিগত জমিও রেহাই পাচ্ছে না এই চক্রের হাত থেকে।

স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “আমার কেনা জমির নিচে নদীর জায়গা ছিল। সেটি দখল করে তাতে ছাতা স্থাপন করেছে শফিকুল। এখন সে আমার জমিতেও প্রাচীর তুলছে। আমি আদালতে গিয়েছি, ১৪৪ ধারা জারি হয়েছে, তবু কাজ থামেনি। এটাই কি আইনের শাসন?”

অভিযোগের বিষয়ে শফিকুল শমসের বলেন, ছাতা আমরা অস্থায়ী ভাবে নির্মান করেছি। এটা স্থায়ী না। চাইলে ভেঙে দেবো। তবে তিনি জমি দখলের অভিযোগ মিথ্যা বলে জানান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, যারা নদীর জমি দখল করে প্রাচীর তুলেছে, তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে। কারণ নদী দখলের কোন সুযোগ নেই। তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই প্রশাসন এ্যাকশানে যাবে।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রঞ্জন কুমার দাস বলেন, নদীর জায়গা দখল করে চাষাবাদ করার কোন সুযোগ নেই। আমরা দ্রুতই লোক পাঠিয়ে তালিকা করব। যদি দখল হয় তাহলে উচ্ছেদের ব্যবস্থা নিব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশে প্রথমবারের মতো ‘গুগল পে’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু...

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে প্রাইম ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে...

ঢাকায় এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক কাওরানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর এবং বনানী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। সম্প্রতি এই উইন্ডো পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৩তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে সোমবার (২৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড...

শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একাধিক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার...

সাতক্ষীরায় দেড় মাসে মরিচ্চাপ নদীর ৭ সেতু ধ্বস, ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: এক থেকে দেড় মাসের ব্যবধানে ধ্বসে পড়েছে সাতক্ষীরার মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি ঢালাই বা পাকা সেতু। ফলে সাতক্ষীরার তিনটি...

শেরপুরে দুর্ধর্ষ চুরি: ১০ লাখ টাকার মালামাল লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অভিনব কায়দায় চুরির ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ...

অবশেষে বেলকুচি থানার ওসির বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন মামলার তদন্তে গড়িমসি, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেনকে বদলি করে...