June 24, 2025 - 12:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাইতিহাস গড়ে বাংলাদেশকে হারাল আরব আমিরাত

ইতিহাস গড়ে বাংলাদেশকে হারাল আরব আমিরাত

spot_img

স্পোর্টস ডেস্ক : ২০৬ রানের বিশাল টার্গেট স্পর্শ করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল আরব আমিরাত। প্রথম ম্যাচে ২৭ রানে হেরেছিল স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করে আরব আমিরাত।

সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৯ ওভারে ৯০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১৪ ইনিংস পর টি-টোয়েন্টিতে উদ্ধোধনী জুটিতে ফিফটি পেল বাংলাদেশ।

এসময় মাত্র ২৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তানজিদ। দশম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন তানজিদ। ৮টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫৯ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

চতুর্থ ওভারের শেষ বলে ব্যক্তিগত ১০ রানে জীবন পেয়ে ৪০ রানে আউট হন অধিনায়ক লিটন। অধিনায়ক হিসেবে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। ৩২ বল খেলে ৩ চার ও ১ ছক্কা মারেন তিনি।

দলীয় ১২৫ রানে লিটন ফেরার পর নাজমুল হোসেন শান্তর সাথে ২৫ বলে ৩৮ এবং জাকের আলিকে নিয়ে ১৩ বলে ৩৪ রানের জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহের পথ তৈরি করেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। ২৪ ম্যাচ পর টি-টোয়েন্টিতে ২শ রানের দেখা পেল বাংলাদেশ। গত বছরের মার্চে সিলেটে শ্রীলংকার ৮ উইকেটে ২০৩ রান করেছিল টাইগাররা। টি-টোয়েন্টিতে এই নিয়ে সপ্তমবার ২শ এবং আরব আমিরাতের বিপক্ষে এটি সর্বোচ্চ দলীয় বাংলাদেশের।

৩টি চার ও ২টি ছক্কায় হৃদয় ২৪ বলে ৪৫, ২টি চার ও ১টি ছক্কায় শান্ত ১৯ বলে ২৭ এবং ১টি চার ও ২টি ছক্কায় জাকের ৬ বলে ১৮ রানে আউট হন। শেষ দিকে শামীম হোসেন ৬ ও রিশাদ হোসেন ২ রানে অপরাজিত থাকেন।

সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ৩ এবং সগির খান ২ উইকেট নেন।

জবাবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৬১ বলে ১০৭ রানের সূচনা পায় সংযুক্ত আরব আমিরাত। ৩৮ রান করে ফিরেন আরেক ওপেনার মুহাম্মদ জোহাইব।

২৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে আরব আমিরাতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ওয়াসিম। কিন্তু ১৫তম ওভারে দলীয় ১৪৮ রানে বাংলাদেশ পেসার শরিফুল ইসলামের বলে ওয়াসিম আউট হলে লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত।

পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় হারের শঙ্কায় পড়ে আরব আমিরাত। কিন্তু টেল এন্ডারদের দৃঢ়তায় শেষ ওভারে জয়ের জন্য ১২ রানের সমীকরণ পায় আরব আমিরাত।

বাংলাদেশ পেসার তানজিম হাসানের করা শেষ ওভারের প্রথম ৫ বল থেকে ১২ রান তুলে অবস্মরনীয় জয়ের স্বাদ পায় আরব আমিরাত।

৯টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন ওয়াসিম। এছাড়া শেষ দিকে ধ্রুব পারাসার ১১ ও হায়দার আলি অপরাজিত ১৫ রান করেন। শরিফুল, নাহিদ রানা ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

আগামী ২১ মে শারজাহ স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে প্রাইম ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে...

ঢাকায় এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক কাওরানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর এবং বনানী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। সম্প্রতি এই উইন্ডো পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৩তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে সোমবার (২৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড...

শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একাধিক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার...

সাতক্ষীরায় দেড় মাসে মরিচ্চাপ নদীর ৭ সেতু ধ্বস, ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: এক থেকে দেড় মাসের ব্যবধানে ধ্বসে পড়েছে সাতক্ষীরার মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি ঢালাই বা পাকা সেতু। ফলে সাতক্ষীরার তিনটি...

শেরপুরে দুর্ধর্ষ চুরি: ১০ লাখ টাকার মালামাল লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অভিনব কায়দায় চুরির ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ...

অবশেষে বেলকুচি থানার ওসির বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন মামলার তদন্তে গড়িমসি, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেনকে বদলি করে...

দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ...