![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ২০২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ১৯ টাকা ৮০ পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৩০পয়সা বা ৯ দশমিক ২৭ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৮ দশমিক ১১ শতাংশ বা ৩০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর ৭০ পয়সা কমে হয়েছে ৮ টাকা ৮০ পয়সা, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৮ টাকা ৮০ পয়সা কমে হয়েছে ১৪০ টাকা ১০ পয়সা, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেডের ২০ পয়সা কমে হয়েছে ৩ টাকা ৫০ পয়সা, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০ পয়সা কমে হয়েছে ৩ টাকা ৬০ পয়সা, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসির ১ টাকা ৭০ পয়সা কমে হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৮০ পয়সা কমে হয়েছে ১৬ টাকা এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা কমে হয়েছে ২৭ টাকা ৬০ পয়সা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মেঘনা কনডেন্সের সর্বোচ্চ দর পতন https://corporatesangbad.com/511598/ |